বিতর্কিতদের নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হল কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সহ-সভাপতি আবু আফসান ইয়াহিয়াসহ ছাত্রদলের শীর্ষ নেতারা সংগঠনের অভ্যন্তরীণ অসন্তোষ মিটাতে জাবি ক্যাম্পাসে আসেন। এ সময় ছাত্রদলের জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ জাবির নেতারাও ক্যাম্পাসে এলে শাখা ছাত্রদলের পদবঞ্চিত ও বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা প্রতিবাদ করেন। উভয় গ্রুপের তর্কাতর্কির একপর্যায়ে ছাত্রদলের বাবর-অনিকসহ সুপার ফাইভের অনুসারী ও বিদ্রোহী গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ জাবির সুপারফাইভ গ্রুপের নেতারা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার ভিতরে আটকা পড়েন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম রাশেদুল আলম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন। পরে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। এ সময় বিদ্রোহী গ্রুপের নেতারা বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরে শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্তির দাবি জানান। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে দেন।