বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এফডিসিতে আলোচনা ও মিলাদ হয়েছে। গতকাল সকালে এ আয়োজন করে বিএফডিসির জাতীয়তাবাদী এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।
প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) অন্যতম যুগ্ম-আহ্বায়ক ইথুন বাবু। সাইফুর রহমান রিন্টুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম। জি এম সাঈদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খালেদ এনাম মুন্না ও হান্নান মজুমদার।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।