জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা বেঁচে থাকতে, আমাদের গায়ে একবিন্দু রক্ত থাকতে এই দেশে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। এই দেশে হাসিনার পুনর্বাসন হবে না। আওয়ামী রক্ত আছে, এমন কারও পুনর্বাসন হবে না।’ গতকাল বিকালে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় পথসভা কর্মসূচিতে তিনি এ কথা বলেন। পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মো. আতাউল্লাহ এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন।
গত রবিবার চট্টগ্রামে পথসভা ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি শুরু করে এনসিপি। চট্টগ্রাম দক্ষিণ জেলা, উত্তর জেলা ঘুরে গতকাল নগরের বিভিন্ন এলাকায় পথসভা করে এনসিপি।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘পুলিশ ভাইদের ওপর আমাদের অনেক রাগ, অনেক ক্ষোভ, তাই না? আপনারা এই রাগ আর ক্ষোভ রাইখেন না। জুলাই গণ অভ্যুত্থানে পুলিশকে ব্যবহার করা হয়েছে। অতীতে এই পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। সরকার তার নিজের প্রয়োজনে পুলিশকে লীগ বানিয়েছে।’