রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৭ হাজার মেট্রিক টন খাদ্যসহায়তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, এ সপ্তাহে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৭ হাজার মেট্রিক টন খাদ্যসহায়তা বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছেছে। আমেরিকান কৃষকদের দ্বারা উৎপাদিত এই খাদ্য বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে ১০ লাখেরও বেশি রোহিঙ্গার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তার অংশ হিসেবে সরবরাহ করা হবে।
মার্কিন দূতাবাস আরও জানায়, রোহিঙ্গাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অবদান ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের কাছে পর্যাপ্ত সাহায্য পৌঁছানো নিশ্চিত করার জন্য, আমরা অন্যান্য দাতা এবং আন্তর্জাতিক অংশীদারদের পদক্ষেপ নিতে এবং রোহিঙ্গাদের বোঝা ভাগাভাগি করে নেওয়ার জন্য অতিরিক্ত সংস্থান সরবরাহে উৎসাহিত করি।