রাজধানীর যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে বিজয় (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। তাকে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকা থেকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেকে তার স্বজন শাহিদা বেগম বলেন, বিজয় ওই এলাকার একটি বাসায় বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে যায়। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, লাশ ঢামেক হাসপাতালে রয়েছে।
বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।