চট্টগ্রাম নগরের ব্যস্ততম বহদ্দারহাট এলাকায় শুলকবহর মোড় থেকে বহদ্দার পর্যন্ত পরপর অন্তত পাঁচটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে একাধিক প্রত্যক্ষদর্শী জানান। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতেই অনেক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে স্থানীয়দের অভিযোগ, একসঙ্গে পাঁচটি খুঁটিতে আগুন লাগাটা অনেকটা অস্বাভাবিক। এখানে কোনো নাশকতার পরিকল্পনা বা কারও অন্য কোনো উদ্দেশ্য আছে কি না তা খতিয়ে দেখা দরকার। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বহদ্দারহাট এলাকায় রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। এ সময় একাধিক বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে। স্থানীয়রা এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আবদুুর রাজ্জাক বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক বিদ্যুৎ বিভাগকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বলা হয়। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বলছেন, বিদ্যুতের হাইভোল্ডেজের কিছু তার ওপর থেকে নিচে পড়ে গিয়ে শর্টসার্কিট হয়ে আগুন ধরে যায়। এখানে অন্য কোনো কারণ আমরা দেখিনি।