সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের প্রেসিডেন্ট এস এম পবিত্র আল ইবাদত। তিনি বলেন, সব জনগণের এখন একটাই দাবি জাতীয় সংসদ নির্বাচন। গতকাল পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। সভায় মো. শেখ আলীকে সভাপতি ও বকুল হোসেনকে সাধারণ সম্পাদক ও মো. ইয়াছিনকে সাংগঠনিক সম্পাদক করে ২০১ সদস্যবিশিষ্ট যাত্রাবাড়ী থানা কমিটির অনুমোদন দেওয়া হয়।
পবিত্র আল ইবাদত আরও বলেন, বর্তমান রাজনৈতিক সংকট নির্বাচনের মাধ্যমেই সমাধান সম্ভব। দেশ গঠনে সংস্কার ও নির্বাচন পাশাপাশি চলতে পারে। দেশ গঠনে সংস্কার প্রয়োজন, তেমনি নেতৃত্বের শূন্যতায় জনমুখী নির্বাচন একান্তই প্রয়োজন। সুষ্ঠু, অবাধ, নির্বাচন সংকট মোকাবিলায় যথেষ্ট ভূমিকা রাখবে। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক নাদিরা আকতারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।