ঢাকা মহানগর উত্তর বিএনপির সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে। এদিকে সবুজবাগ থানার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুজ্জামান খান লিটনকে শোকজ করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
আইনজীবী সহকারীর ওপর হামলা ও রাজারবাগ এলাকায় দখল ও চাঁদাবাজির অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার জেরে লিটনকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। উত্তর বিএনপির বহিষ্কৃত নেতারা হলেন- ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ৯৪ নম্বর ওয়ার্ড বিএনপির (কাফরুল থানা) সভাপতি কবির হোসেন মিল্টন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হানিফ, সিনিয়র সহসভাপতি আরিফ মৃধা প্রমুখ।