চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন পূর্ব কৈন্যারা গ্রামের ভেন্ডারঘাটা এলাকায় পাওনা টাকা চাওয়ায় মোহাম্মদ মানিক (৩২) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
মানিক উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের মোহাম্মদ ছৈয়দের ছেলে। পেশায় বাসের হেলপার।
নিহত যুবকের ভাই মোহাম্মদ বাবুল বলেন, স্থানীয় মো. রাসেলের (৩০) কাছে টাকা পাওনা ছিল মানিকের। এ নিয়ে গত সোমবার রাতে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। এর এক পর্যায়ে মানিককে ছুরিকাঘাত করেন রাসেল। আহত অবস্থায় মানিককে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ২টার দিকে মানিকের মৃত্যু হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধ কেন্দ্র করে মানিককে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় মানিককে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।