জুলাই ছাত্র-জনতার আন্দোলন কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের প্রেসিডেন্ট এস এম পবিত্র আল ইবাদত। তিনি বলেন, এই আন্দোলনে ছাত্র ও জনতার ভূমিকা ছিল সমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। গতকাল পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় তিনি একথা বলেন।
ইবাদত আরও বলেন, দেশে জনগণের ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা জরুরি। জনগণের প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক সরকার নির্বাচিত হলে সব সংকট দূর হবে। তিনি বলেন, ব্যবসাবাণিজ্য হ্রাস পাওয়ায় বেকারত্ব ও অপরাধ বাড়ছে। অর্থনীতিতে মন্দাভাব দেখা দিচ্ছে।
উচ্চস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা, সামষ্টিক অস্থিতিশীলতা মোকাবিলা করার জন্য বেসরকারি খাতকে সহায়তার বিকল্প নেই।