‘উলামা-জনতা ঐক্য পরিষদ’ আয়োজিত মানববন্ধনে বক্তারা ধর্ষণ প্রতিরোধে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মুফতি মুহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, আবু তাসমিয়া আহমাদ রফিক, ডা. মেহেদী হাসান, জাকারিয়া মাসুদ, মাওলানা তানযীল আরেফিন আদনান, মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দ ও মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।
প্রচলিত সিস্টেম পরিবর্তন করে শরীয় বিচারব্যবস্থা অনুযায়ী ধর্ষকের শাস্তি কার্যকর করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সম্প্রতি একজন জন্মগত পুরুষকে ‘অদম্য নারী’ পুরস্কার সুকৌশলে সমাজে পশ্চিমা বিকৃত যৌন মতবাদ প্রসারের সচেতন প্রচেষ্টা চলছে। এ ধরনের প্রয়াস অবক্ষয়ের পথকে আরও প্রশস্ত করবে। র্যাব কর্মকর্তা আলেপ রোজার মধ্যে পর্দানিশীন মুসলিম নারীকে আয়না ঘরে ধর্ষণ, লক্ষ্মীপুরের রামগতির বিচার না পেয়ে ধর্ষণের শিকার তরুণীর আত্মহত্যা ও মাগুরার ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।