রাজধানীর ভাটারায় দুই বিদেশিসহ তিন ব্যক্তি মারধরের শিকার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গুরুতর অবস্থায় দুই বিদেশিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আহত দুই বিদেশি কোন দেশের নাগরিক বা তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ বলছে, গতকাল দুপুর দেড়টায় প্রতারণার অভিযোগে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। ভাটারা থানার এএসআই ছোটন চন্দ্র দাস বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কেউ একজন ফোন করে বলেছেন, বিদেশিরা বাংলাদেশিদের সঙ্গে টাকা পয়সা এক্সচেঞ্জের নামে প্রতারণা করছে। তাদের আটকিয়েছি, আপনারা আসেন। তারপর আমরা গিয়ে দেখি কয়েক হাজার লোক তাদের মারছে ও গাড়ি ভাঙচুর করছে।
এরপর পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ দুই বিদেশির মধ্যে একজনের অবস্থা গুরুতর।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম বলেন, আহতদের চিকিৎসা চলছে। তাদের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা জানা যাবে।