ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নারী-পুরুষসহ ৫০ জন আহত হয়েছেন। গতকাল সকাল ৭টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের রয়েড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জানা যায়, রয়েড়া গ্রামের আকমল হোসেন ও হাসান আলী একে অপরের কাছে পাওনা টাকার দাবি করে। শুক্রবার সন্ধ্যায় রয়েড়া বাজারে আকমল হোসেন হাসান আলীর কাছে তার পাওনা টাকা পরিশাধ করতে বলেন। সে সময় এ টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ে হাতাহাতি ও সংঘর্ষে জড়ায়। এ ঘটানাকে কেন্দ্র করে এলাকায় সামাজিক আধিপত্য ধরে রাখতে গতকাল সকালে আকমলের সামাজিক দলের নেতা মিজানুর রহমান ও হাসানের সামাজিক দলের নেতা ক্ষিরার সমর্থকরা দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় রয়েড়া এলাকায় বিভিন্ন স্থানে বিভক্ত হয়ে সংঘর্ষ চলতে থাকে।
এতে উভয় পক্ষের রেজাউল ইসলাম, শরিফুল ইসলাম, গোলজার হোসেন, আজিজুল ইসলাম, সাদ্দাম হোসেন, আবু কালাম, পিকুল মণ্ডল, পরশ মোল্যা, সাইদুল ইসলাম, আব্বাস আলী, সাইদুর রহমান, হেলাল উদ্দিন, নাসিমা খাতুন, অমিত হোসেন, আলামিন হোসেন, মহিদুল ইসলাম, আজিজুল, কামরুল হোসেন, ওয়াজেদ আলী, হোসেন মোল্যা, জায়েদ হোসেন, আবদুল মান্নান, নুরুল ইসলাম, মহিদুল মোল্যা, মাজিদুল মোল্যাসহ ৫০ জন আহত হয়েছেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।