সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় থাকা চার মহাসড়ক ও আট সেতুর নাম পরিবর্তন করেছে সরকার। গতকাল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নাম পরিবর্তন হওয়া চার মহাসড়কের মধ্যে ঢাকা মাওয়া মহাসড়কের যাত্রাবাড়ী ইন্টারসেকশন থেকে মাওয়া পর্যন্ত ৩৫ কিলোমিটার এবং পাঁচ্চর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ২০ কিলোমিটার জাতীয় মহাসড়ক রয়েছে। এই মহাসড়কের নাম ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে’ পাল্টে করা হয়েছে ‘ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে’। সিলেট জেলা বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ জাতীয় মহাসড়কটি নাম পাল্টানো হয়েছে। এ সড়কটি ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক’ পাল্টে এর নতুন নাম রাখা হয়েছে ‘সিলেট জেলার বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ জাতীয় মহাসড়ক’।
মাদারীপুর (মোস্তফাপুর) থেকে কাজীরটেক ব্রিজ হয়ে শরীয়তপুর পর্যন্ত ২২২ কিলোমিটার মহাসড়কের বর্তমান নাম ‘শেখ হাসিনা মহাসড়ক’। এর নতুন নাম ‘কাজীরটেক ব্রিজ শরীয়তপুর মহাসড়ক’।