ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের পর পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকরা স্বপদে বহাল, বেতন-ভাতা নিয়মিত রাখাসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন। তাদের বাধ্যতামূলক ছুটি বাতিল ঘোষণাসহ এসব দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে পদবঞ্চিত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক জোটের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দাবি মেনে নিতে স্মারকলিপি দেন তারা। শিক্ষকরা বলেন, হেনস্তার শিকার প্রতিষ্ঠান প্রধানদের অনুপস্থিতিতে স্কুল ও কলেজে শিক্ষা কার্যক্রম ও শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। পড়াশোনা, পরীক্ষা, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে এ স্থবিরতা চলতে পারে না। অতিদ্রুত এই অচলায়তন দূর করা প্রয়োজন। এ ব্যাপারে সমাজের সবস্তরের লোকদের সচেতনতা দরকার। আশাকরি, যথাযথ কর্তৃপক্ষ অতি শিগগিরই এ সমস্যার সুরাহা করবেন।