দ্রুত একটি নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। কিন্তু বিগত ৫৪ বছরের রাজনীতিতে সংবিধানে নির্বাচন পদ্ধতিতে যে জঞ্জাল এবং ঝঞ্ঝাট তৈরি হয়েছে এটির সংস্কার অতিপ্রয়োজন। সেখানে আমাদের দাবি হচ্ছে দ্রুত কিছু সংস্কার করা, অতিপ্রয়োজনীয় সংস্কার করা এবং সেই সংস্করের পরই নির্বাচন অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থা করা। তিনি গতকাল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে মহিলা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার এখনো মোটেও হয়নি, সংস্কার প্রক্রিয়া চলছে; মোটামুটি সরকার সঠিক পদ্ধতিতে এগোচ্ছে। তবে এটি আরও দ্রুত করা প্রয়োজন বলে আমি মনে করি। বিএনপির কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নির্বাচন নিয়ে কী কর্মসূচি দেবে এটা সম্পূর্ণ তাদের এখতিয়ার। ইতোমধ্যে প্রধান উপদেষ্টা একটি সময়ের (নির্বাচন আয়োজনে) কথা বলেছেন। আমরা অনেক আগেই সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ দাবি করেছি। আশা করি প্রধান উপদেষ্টা তার কথা রাখবেন এবং তার ঘোষিত সময়ের কাছাকাছি সময়ে নির্বাচনের ব্যবস্থা করবেন।
প্রথম মহিলা সম্মেলনে প্রায় ২০ হাজার মহিলা কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান।