মিয়ানমারের বেসামরিক লোকজনের কাছে মানবিক করিডর দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এটিকে অন্তর্বর্তী সরকারের একক সিদ্ধান্ত বলে দাবি করেছেন এই বিএনপি নেতা। তিনি বলেন, ‘আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। আমরা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না। এখানে এসে অন্য কেউ গোলমাল করুক আমরা চাই না। এমনিই রোহিঙ্গা নিয়ে আমরা সমস্যায় আছি।’
সোমবার (২৮ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে শেখ বাজার এলাকায় গণসংযোগের সময় বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব আরও বলেন, জাতিগতভাবে সাহায্য করতে আমাদের আপত্তি নাই।
বিএনপি মহাসচিব বলেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে সবার আগে কর্মসংস্থানের ওপর গুরুত্ব দেবে। তিনি আরও বলেন, এই সরকারে প্রধান দায়িত্ব হচ্ছে দেশে একটা নির্বাচন করবে যেখানে সবাই ভোট দিতে পারবে। কারণ বিগত ১৫ থেকে ১৬ বছরও আমরা কেউ ভোট দেওয়া তো দূরের কথা, কেন্দ্রেও যেতে পারিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ