নাম তার রায়ান বোর্গওয়ার্ট, বয়স ৪৫। তিনি যুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা। তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক।
কিন্তু এই যুবক তার পছন্দের নারীর সঙ্গে দেখা করতে নিজের মৃত্যুর নাটক সাজিয়েছেন। শুধু তা-ই নয়, গোপনে পাড়ি জমিয়েছেন বিদেশেও। তবে শেষ রক্ষা হয়নি। তবুও ধরা পড়ে গেছেন ‘অতিচালাক’ এই যুবক। এখন সংসার তো ভেঙেছেই, বাড়তি শাস্তি হিসেবে জেলেও থাকতে হচ্ছে তাকে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রায়ান বোর্গওয়ার্ট গত বছরের আগস্টে গ্রিন লেকে কায়াকিং করতে গিয়ে নিখোঁজ হওয়ার ভান করেন। পুলিশ প্রথমে বিষয়টিকে সম্ভাব্য ডুবে যাওয়ার ঘটনা হিসেবেই তদন্ত শুরু করে। কিন্তু টানা ৫৮ দিন অনুসন্ধানের পরও তার মরদেহ না মেলায় সন্দেহ তৈরি হয়।
এর মধ্যেই জানা যায়, বোর্গওয়ার্ট গায়েব হওয়ার আগে নতুন পাসপোর্ট সংগ্রহ করেছিলেন। এছাড়াও তিনি উজবেকিস্তানের এক নারীর সঙ্গে যোগাযোগ রাখছিলেন। সূত্র ধরে পুলিশ জানতে পারে, তিনি আসলে বেঁচে আছেন এবং ইউরোপের দেশ জর্জিয়ায় অবস্থান করছেন।
অবশেষে গত নভেম্বর মাসে তার সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরবর্তীতে ডিসেম্বরের দিকে তাকে যুক্তরাষ্ট্রে ফেরানো হয়। দেশে ফিরতেই তাকে গ্রেফতার করা হয়। মূলত ‘আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। গত মঙ্গলবার আদালতে তিনি দোষ স্বীকার করে অনুতপ্ত হওয়ার কথা বলেন।
এরপর প্রসিকিউটররা তাকে ৪৫ দিনের সাজা দেওয়ার সুপারিশ করেন। তবে গ্রিন লেক কাউন্টির বিচারক মার্ক স্লেট শাস্তি দ্বিগুণ করে দেন। বিচারকের মতে, বোর্গওয়ার্ট টানা ৮৯ দিন আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করেছেন। তাই তার শাস্তি হবে- সমপরিমাণ দিন তাকে কারাগারে থাকতে হবে।
এদিকে জানা গেছে, রায়ান বোর্গওয়ার্টের নাটকে তার পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২২ বছরের দাম্পত্য ভেঙে চার মাস আগে বোর্গওয়ার্টকে তালাক দিয়েছেন তার স্ত্রী।
প্রতিবেদন থেকে জানা গেছে, পরিকল্পনা বাস্তবায়নের আগে বোর্গওয়ার্ট জীবনবিমা করিয়েছিলেন এবং ভ্যাসেকটমি বাতিলের মতো পদক্ষেপও নিয়েছিলেন।
গ্রিন লেক কাউন্টির জেলা অ্যাটর্নি জেরিসে লাসপিসা বলেছেন, নিজের স্বার্থ চরিতার্থ করতে পরিবারকে বিধ্বস্ত করে মৃত্যুর অভিনয় করা ছিল ওর পুরো পরিকল্পনা। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর দৃঢ়তা ও পেশাদারিত্বের কাছে তা ভেস্তে গেছে।
আদালতের নির্দেশে বোর্গওয়ার্টকে ৩০ হাজার ডলার ক্ষতিপূরণও দিতে হয়েছে, যা অনুসন্ধান অভিযানে ব্যয় হয়েছিল। তার আইনজীবী জানিয়েছেন, বোর্গওয়ার্ট এখন অনুতপ্ত এবং নিজেকে সংশোধনের চেষ্টা করছেন। সূত্র: স্কাই নিউজ, বিবিসি, সিএনএন
বিডি প্রতিদিন/একেএ