বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন এক ব্যতিক্রমী অধ্যায়ের সূচনা করেছেন বিকাশ বর্মণ। তিনি নেপালের তিন বিখ্যাত শৃঙ্গ—মেরা পিক (৬,৪৭৬ মিটার), আইল্যান্ড পিক (৬,১৬০ মিটার) ও লবুচে ইস্ট (৬,১১৯ মিটার)—এই লাল–সবুজের পতাকা উত্তোলন করেছেন।
শুক্রবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৬টা ৫১ মিনিটে মেরা পিক সামিট করেন বিকাশ। এর আগে, ৪ নভেম্বর ভোরে তিনি লবুচে ইস্ট এবং ৭ নভেম্বর ভোরে আইল্যান্ড পিক সফলভাবে আরোহণ করেন।
বিকাশের এ অভিযানের পরিচালনার দায়িত্বে থাকা অল্টিচিউড হান্টার বিডি মাউন্টেইনিয়ারিং ক্লাব বিষয়টি নিশ্চিত করেছে।
বিকাশ যে তিনটি শৃঙ্গ আরোহণ করেছেন, প্রতিটির রয়েছে আলাদা বৈশিষ্ট্য।
- মেরা পিক নেপালের সর্বোচ্চ ট্রেকিং পিক। এখান থেকে এক নজরে দেখা যায় পৃথিবীর পাঁচটি ৮ সহস্র মিটারের পর্বত—এভারেস্ট, লোৎসে, চো–ওইউ, মাকালু ও কানচনজঙ্ঘা।
- আইল্যান্ড পিক এভারেস্ট অঞ্চলের জনপ্রিয় প্রশিক্ষণমূলক শৃঙ্গ। এটিকে অনেকেই এভারেস্ট আরোহণের প্রাথমিক প্রশিক্ষণ হিসেবে বিবেচনা করেন।
- লবুচে ইস্ট এভারেস্ট বেসক্যাম্প–সংলগ্ন একটি শৃঙ্গ, যেখান থেকে খুম্বু হিমবাহ ও এভারেস্ট একেবারে কাছ থেকে দেখা যায়।
অভিযানের শুরুতে পাহাড়ের পাদদেশ থেকে বিকাশ বর্মণ বলেন, এখানকার আবহাওয়া এখন খুব একটা অনুকূলে নেই। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার লক্ষ্য ১ নভেম্বর বেসক্যাম্পে থাকা। এরপর বেসক্যাম্প ঘুরে আবার নিচে নেমে আসব। বেসক্যাম্প থেকে ফিরে প্রথমে লবুচে ইস্টে আরোহণ করব, তারপর আইল্যান্ড পিক এবং সাতদিন পর মেরা পিক।
বিডি-প্রতিদিন/মাইনুল