সমালোচনার মুখে বাংলাদেশ আ-আম জনতা পার্টির নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’। অন্য আরেকটি রাজনৈতিক দলের নামের আংশিক মিল থাকায় তাদের অনুরোধে এই নাম পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন।
আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
রফিকুল আমীন বলেন, আমি জেলে থাকা অবস্থায় ২০২২ সালে আমজনতা পার্টি করার পরিকল্পনা করি, নামও সেই সময় ঠিক করেছি। নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠাও করেছি। পরে যখন দেখলাম ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত এরকম একটা গ্রুপ এই একই নামে দল করেছে, তাদের দলের নাম আমজনতা দল। সেই দলের নেতা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমাকে তারা বিষয়টি খুলে বলেছেন। আমি তাদের কথা বুঝতে পেরে, তাদের প্রতি সম্মান দেখিয়ে আমার দলের নাম পরিবর্তন করে নিয়েছি। মূলত তাদের প্রতি সম্মান দেখিয়ে আমার দলের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’ নামকরণ করেছি।
নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠার কারণ জানিয়ে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা, অবিচার নির্মূল করার লক্ষ্যে আমি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছি। আমি মজলুমের পাশে দাঁড়াতে চাই।
প্রসঙ্গত, চলতি বছরের ১৭ এপ্রিল নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ আত্মপ্রকাশ করেছিল। সেই নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’ রাখা হলো।
বিডি প্রতিদিন/জুনাইদ