ভারতের বিমানবাহিনী প্রধান এপি সিংয়ের চাঞ্চল্যকর দাবি উড়িয়ে দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ।
এপি সিং দাবি করেন, অপারেশন সিঁদুরের সময় তারা পাকিস্তানের ছয়টি বিমান ভূপাতিত করেছেন। তার এ দাবিকে অবিশ্বাস্য এবং অযৌক্তিক সময়ের দাবি বলে প্রত্যাখ্যান করেছেন খাজা আসিফ।
ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল এপি সিং দাবি করেন, মে মাসের সংঘর্ষে ভারত পাঁচটি পাকিস্তানি যুদ্ধবিমান এবং একটি অন্যান্য সামরিক বিমান গুলি করে নামিয়েছে। প্রতিবেশীর সঙ্গে তাদের দশকের মধ্যে সবচেয়ে খারাপ সামরিক সংঘর্ষের কয়েক মাস পর এটি দেশের পক্ষ থেকে প্রথমবারের মতো এমন কোনও ঘোষণা।
ভারতীয় এয়ার চিফ জানান, বেশির ভাগ পাকিস্তানি বিমানকে ভারতের রুশ নির্মিত এস-৪০০ ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করেছে। তিনি ইলেকট্রনিক ট্র্যাকিং ডাটাকে এ স্ট্রাইকগুলোর নিশ্চিতকরণ হিসেবে উল্লেখ করেছেন।
ইসলামাবাদ পূর্বে অস্বীকার করেছে যে, ৭ থেকে ১০ মে’র যুদ্ধে ভারত কোনও পাকিস্তানি বিমান ভূপাতিত করেনি। পক্ষান্তরে পাকিস্তান দাবি করেছে তারা সংঘর্ষে ছয়টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। এর মধ্যে রয়েছে একটি ফরাসি নির্মিত রাফাল যুদ্ধবিমান। ভারত কিছু ক্ষতি স্বীকার করলেও ছয়টি বিমান হারানোর কথা অস্বীকার করেছে।
ফ্রান্সের বিমান বিষয়ক প্রধান জেনারেল জেরোম বেল্লাঞ্জার আগে বলেন, তিনি তিনটি ভারতীয় যুদ্ধবিমানের, যার মধ্যে একটি রাফাল, ক্ষতির প্রমাণ দেখেছেন। ভারতীয় বিমান বাহিনী এই দাবিতে মন্তব্য করেনি।
শনিবার এক্সে পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এটি বিদ্রুপাত্মক। সিনিয়র ভারতীয় সামরিক কর্মকর্তাদের প্রচন্ড ব্যর্থতায় মুখ রক্ষা হিসেবে এই দাবিকে ব্যবহার করা হচ্ছে।
তিনি উল্লেখ করেন, অপারেশনের তিন মাস পর পর্যন্ত এরকম কোনও দাবি করা হয়নি, যখন পাকিস্তান তাৎক্ষণিকভাবে বিস্তারিত প্রযুক্তিগত ব্রিফিং আন্তর্জাতিক মিডিয়ার কাছে উপস্থাপন করেছিল। তার মতে, স্বাধীন পর্যবেক্ষকরা বিশ্বনেতা, সিনিয়র ভারতীয় রাজনীতিবিদ থেকে বিদেশি গোয়েন্দা সংস্থার মূল্যায়ন পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে ভারতীয় বিমানের ব্যাপক ক্ষতির স্বীকৃতি পেয়েছেন, যার মধ্যে রাফালও রয়েছে। ওই সময় একটিও পাকিস্তানি বিমান ধ্বংস বা আঘাতপ্রাপ্ত হয়নি। সূত্র: জিও নিউজ, আরব নিউজ
বিডি প্রতিদিন/একেএ