বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী মো. নেয়ামত উল্লাহকে আহ্বায়ক ও একই কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহকে সদস্য সচিব করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল এই কমিটির অনুমোদন দেয়।
৩১২ সদস্যের কমিটিতে আকাশ মাতুব্বরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী ইকতিয়ার আহম্মেদ সাবিদকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। মুখ্য সংগঠক আহমাদিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী আব্দুর রহিমকে আর সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক হয়েছে মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আসিফ ইকবালকে। এছাড়া মুখপাত্র করা হয়েছে মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী তুষার সব্যসাচীকে ও এক নম্বর সহ-মুখপাত্র হয়েছে সৈয়দ আবুল হোসেন কলেজের শিক্ষার্থী জুবায়ের আহমেদ নাফিকে।
কমিটিতে ১২ জনকে যুগ্ম আহ্বায়ক, ১২ জনকে যুগ্ম সদস্য সচিব এবং ২৪ জনকে সংগঠক এবং ১২ জনকে সহ-মুখপাত্র করা হয়েছে। বাকিদের কমিটির সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে ।
আহ্বায়ক মো. নেয়ামত উল্লাহ বলেন, ‘ছয় মাসের জন্য আমাদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামীতে আমরা কলেজ, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন শুরু করবো। যারা বাদ পড়েছেন তাদেরকে এসব কমিটিতে রাখা হবে। বিগত দিনে যেভাবে অন্যায়-বৈষম্যের বিরুদ্ধে শক্ত হাতে দাঁড়িয়েছিলাম, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন