শ্রীলঙ্কার বিপক্ষে ৯-১ গোলের বিশাল জয়ের পর সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও দারুণ ছন্দে বাংলাদেশ। রবিবার (১৩ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় নেপালের বিপক্ষে মাঠে নেমে প্রথমার্ধেই ২-০ গোলের লিড নেয় কোচ পিটার বাটলারের দল।
ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলার ছাপ রাখে বাংলাদেশ। খেলা শুরুর তৃতীয় মিনিটেই গোলের সুযোগ তৈরি করে তারা, যদিও প্রতিপক্ষের বক্সে জটলার মধ্যে গোল করতে পারেনি। তবে ১৩তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। মুনকি আক্তারের শট প্রতিপক্ষ গোলরক্ষক সুজাতা তামাংয়ের দুই পায়ের ফাঁক দিয়ে এগিয়ে গেলেও ডিফেন্ডার ক্লিয়ার করে দেন বল। কিন্তু সেই বল গিয়ে পড়ে সিনহা জাহান শিখার পায়ে, তিনি ভুল না করে বল জড়ান জালে।
৩৬তম মিনিটে আসে বাংলাদেশের দ্বিতীয় গোল। বাঁ দিক থেকে শান্তি মার্ডির দারুণ ক্রস ডি-বক্সে পেয়ে শট নেন সিনহা জাহান শিখা, প্রতিপক্ষ গোলরক্ষক প্রথমবার ঠেকালেও ঠিকমতো দখলে রাখতে পারেননি। বল পেয়ে মোসাম্মৎ সাগরিকা অনায়াসে বল জালে পাঠান এবং বাংলাদেশ পায় ২-০ গোলের লিড।
প্রথমার্ধে আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আফঈদা খন্দকারের নেতৃত্বাধীন বাংলাদেশ।
টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে দারুণ শুরু করে ফেলেছে লাল-সবুজের মেয়েরা।
বিডি প্রতিদিন/মুসা