কারারক্ষীদের সামনে দিয়েই জেল থেকে পালালেন এক বন্দি! তবুও কেউই দেখতেও পেলেন না তাকে। অদ্ভুত কিন্তু ভয়ংকর ঘটনাটি ঘটেছে ফ্রান্সে।
জানা যায় ব্যাগের ভিতরে করে জেল পালান ওই ব্যক্তি। পালাতে গিয়ে নিজেকে একটি ব্যাগের মধ্যে ভরে ফেলেন ওই অপরাধী। তারপর সেই ব্যাগের মধ্যে লুকিয়েই সোজা কয়েদখানার বাইরে।
এ বার ফ্রান্সের এক বন্দিশালা থেকে এক আসামির পালানোর ঘটনা তাজ্জব করে দিল কারারক্ষীদের। জেল থেকে পালাতে বন্ধুর ব্যাগের সাহায্য নেন ওই আসামি। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের দক্ষিণ-পূর্ব প্রান্তে লিয়ঁ-করবাস জেলে।
ওই জেলের এক আসামির সাজার মেয়াদ শেষ হয়েছিল। জেল থেকে মুক্তি পাচ্ছিলেন তিনি। সেই মাহেন্দ্রক্ষণেরই সুযোগ নেন অপর এক আসামি। কয়েদখানার বন্ধুর ব্যাগের মধ্যে গুটিসুটি মেরে নিজেকে ঢুকিয়ে নেন তিনি। তার পরে সেই ব্যাগেই নির্বিঘ্নে জেলের বাইরে বেরিয়ে আসেন।
ফরাসি সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, ওই আসামি একাধিক অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত। এ ছাড়া একটি সংগঠিত অপরাধের মামলাতেও অভিযুক্ত তিনি। সেটি এখনও বিচারাধীন রয়েছে।
সূত্র: ফ্রেন্স২৪
বিডি প্রতিদিন/নাজমুল