অর্থ আত্মসাৎ এবং হুমকির অভিযোগে করা মামলায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী জামিন পেয়েছেন। গতকাল সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে তারা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বলেন, মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। মামলায় বাদী ও আসামি উভয়ের যে ঠিকানা ব্যবহার করা হয়েছে, তা সঠিক নয়। সমন জারির বিষয়টি না জানায় তারা হাজির হতে পারেননি। গণমাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানার খবর দেখে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন চান।
জানা যায়, মামলায় গত ৩ নভেম্বর তাদের আদালতে হাজির হওয়ার দিন ছিল। কিন্তু হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। বাদী মামলার অভিযোগে বলেন, দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবীন পারিবারিক ব্যবসায় তাকে পার্টনার করার আশ্বাস দেন। এজন্য বাদী বিভিন্ন সময়ে ২৭ লাখ টাকা দেন। কিন্তু দীর্ঘদিনেও ব্যবসায়িক কার্যক্রম শুরু না হওয়ায় টাকা চাইলে তারা সময়ক্ষেপণ করেন। এরই মধ্যে আসামিরা তাকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে যেতে বলেন। ঘটনাস্থলে গেলে মেহজাবীন ও তার ভাইসহ অজ্ঞাতনামা আরও ৪৫ জন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং জীবননাশের হুমকি ও ভয়ভীতি দেখান।