টানা দুই ম্যাচে হোঁচট খাওয়ার পর কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল পর্তুগালের বিশ্বকাপ বাছাইপর্বে, তবে শেষ ম্যাচে দাপুটে পারফরম্যান্সে সেই শঙ্কা দূর করে দিয়েছে রবের্তো মার্তিনেসের দল। আর্মেনিয়ার বিপক্ষে ৯-১ গোলের জয়ে বিশ্বকাপে স্থান নিশ্চিত করেছে পর্তুগাল।
রবিবারের ম্যাচে হ্যাটট্রিক করেছেন ব্রুনো ফার্নান্দেস ও জোয়াও নেভেস। রেনাতো ভেইগা ও গনসালো রামোসও গোল করেছেন। শেষ গোলটি আসে ফ্রান্সিসকো ফনসেইকাও থেকে।
আগের ম্যাচে লাল কার্ডে নিষিদ্ধ হওয়ায় ক্রিস্টিয়ানো রোনালদো খেলতে পারেননি, তবে তার অনুপস্থিতি পুরোপুরি বুঝতে দেননি দলের অন্যরা। পুরো ম্যাচে পর্তুগাল ৭৫ শতাংশ সময় বলের দখল রেখেছে, ৩৪টি শট নিয়েছে এবং ১৫টি শট লক্ষ্যভ্রষ্ট হয়েছে।
ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে থেকে সরাসরি বিশ্বকাপে উঠেছে পর্তুগাল। একই সময়ে রিপাবলিক অব আয়ারল্যান্ড হাঙ্গেরিতে ৩-২ ব্যবধানে জিতে গ্রুপ রানার্সআপ হয়েছে, তারা প্লে-অফ খেলবে। তৃতীয় হাঙ্গেরি ৮ পয়েন্ট নিয়ে বাছাইপর্ব থেকে ছিটকে গেছে।
ম্যাচের শুরু থেকে পর্তুগাল আক্রমণে দেখা দিয়েছে। সপ্তম মিনিটে ব্রুনো ফার্নান্দেসের ফ্রি কিক রক্ষণপ্রাচীর প্রতিহত করলেও ফিরতি বল থেকে ভেইগা গোল করেন। এরপর আর্মেনিয়া কিছুটা সৌভাগ্যক্রমে গোল পায়, তবে ১০ মিনিটের মধ্যে পর্তুগাল আরও দুটি গোল করে নিয়ন্ত্রণ হাতের মধ্যে নেন।
২৮তম মিনিটে গনসালো রামোস আর্মেনিয়ার ভুল ব্যবহার করে গোল করেন। এরপর জোয়াও নেভেসের দুর্দান্ত ফ্রি কিকের মাধ্যমে ব্যবধান আরও বাড়ে। প্রথমার্ধের শেষের দিকে ফের্নান্দেস স্পট কিক থেকে দলকে চতুর্থ গোল এনে দেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফার্নান্দেস নিজের দ্বিতীয় গোল করেন। ৭০তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ফার্নান্দেস। ৮১তম মিনিটে নেভেসও হ্যাটট্রিক পূর্ণ করেন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফ্রান্সিসকো ফনসেইকাও দলের শেষ গোল করেন।
বিডি প্রতিদিন/মুসা