ঢাকার ধামরাইয়ে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ধামরাই-গুলিস্তান রুটের এই বাসে আগুন লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রবিবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহেল রানা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। এতে বাসটির বড় অংশ পুড়ে যায়।