পূর্বশত্রুতার জের ধরে খুলনা নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া এলাকায় নানি ও দুই নাতিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলো- শিশু মোস্তাকিম (৮), তাইবা (৭) এবং নানি মহিদুন্নেতা (৫৫)।
জানা যায়, গতকাল সন্ধ্যায় দুর্বৃত্তরা বাসায় ঢুকে দুই শিশু ও তাদের নানিকে হত্যা করে চলে যায়। শিশুদের বাবা সেফার আহমেদ বাসায় প্রবেশের সময় সাড়াশব্দ পাননি। তিনি দেয়াল টপকে বাসায় ঢুকে তিনজনকে মৃত অবস্থায় দেখতে পান। শিশু দুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুদের মা রুবিয়া আক্তার বাগেরহাটের জেলা প্রশাসকের অফিসের কর্মচারী। ঘটনার সময় তিনি কর্মস্থল থেকে ফিরছিলেন। তিনি দাবি করেন জমি-সংক্রান্ত বিবাদের জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার দক্ষিণ সুদর্শন কুমার রায় বলেন, ঘটনার সময় ওই তিনজনই বাড়িতে ছিল। কারা হত্যা করেছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।