চিলির জনগণ গতকাল নির্বাচনে ভোট দিয়েছেন। দেশটিতে বাড়তে থাকা অপরাধ ও অভিবাসন সমস্যা নির্বাচনে প্রধান ইস্যু হয়ে উঠেছে। এএফপি জানায়, গত এক দশকে হত্যাকাণ্ড, অপহরণ ও চাঁদাবাজি বেড়ে যাওয়ায় চিলিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে ‘কঠোর হাতে’ পরিস্থিতি মোকাবিলার দাবিও জানাচ্ছেন। জরিপে দেখা যাচ্ছে, ৫১ বছর বয়সি কমিউনিস্ট নেতা জেনেট জারা প্রথম দফায় এগিয়ে আছেন। তবে, ডিসেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনের দ্বিতীয় ধাপে ডানপন্থি নেতা হোসে আন্তোনিও কাস্তের জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। জ্যাকুলিন রুজ নামের কাস্তের এক সমর্থক বলেন, ‘আমাদের এমন একজন দরকার, যিনি শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন।’
২০১৭ ও ২০২১ সালে পরাজয়ের পরও, নয় সন্তানের জনক কাস্ত এবারের নির্বাচন নিয়ে বেশ আশাবাদী। তিনি জনতাকে আশ্বাস দিয়ে বলেছেন, ‘তৃতীয়বারে সৌভাগ্য আসবে।’