ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিং এলাকায় পরিত্যক্ত একটি লেগুনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ার্দার জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। কিন্তু তাদের পৌঁছানোর আগেই থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিস পানি ছিটিয়ে ধোঁয়া কমিয়ে পরিস্থিতি স্থিতিশীল করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ব্যক্তি লেগুনার কাছে গিয়ে হঠাৎ আগুন ধরিয়ে দেন। ঠিক সেই সময় থানায় আসা এক নারীর চিৎকারে তারা পালিয়ে যায়।
এলাকাবাসীর মতে, থানা সংলগ্ন স্থানে এ ধরনের অগ্নিসংযোগ অত্যন্ত উদ্বেগজনক। তাদের ধারণা, এটি কোনো বার্তা বা নাশকতার ইঙ্গিতও হতে পারে।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ডাম্পিং এলাকায় থাকা আবর্জনা থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/আশফাক