ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভ্যান্টিলেটর ভেঙে চুরি হয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকে গতকাল সকালের মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটে। বিদ্যালয়টিতে এ নিয়ে গত তিন মাসে ৫ বার চুরির ঘটনা ঘটল। শিক্ষক শেকের মিয়া বলেন, ভ্যান্টিলেটরের সামান্য অংশ ভেঙে কীভাবে ফ্যানগুলো বের করেছে তা দেখে আমরা হতবাক। বিষয়টি থানায় জানানো হবে বলে জানান তিনি।