রাঙামাটির কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে ঝর্ণা চাকমা (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সুবিতা চাকমা (৬৫) আরেক নারী।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাপ্তাই আগর বাগানের ১ নম্বর সড়কের ঝড়াপাতার মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুপন চাকমা তুং জানান, কাপ্তাই থেকে তিনটি সিএনজিতে কয়েকজন যাত্রী রাঙামাটির দিকে আসছিলেন। ঝড়াপাতার মোড়ে পৌঁছালে সাতটি হাতির একটি পাল দুটি সিএনজিকে লক্ষ্য করে হামলা চালায়। মুহূর্তে যান দুটি দুমড়েমুচড়ে যায়। কিছু যাত্রী পালিয়ে বাঁচলেও দুই বৃদ্ধা গুরুতর আহত হন।
খবর পেয়ে কাপ্তাই রেঞ্জের বন বিভাগ, কাপ্তাই বিজিবি ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাজি ও পটকা ফাটিয়ে হাতির পালকে সরিয়ে জঙ্গলে পাঠান। আহত দুই নারীকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিলে পথে ঝর্ণা চাকমা মারা যান। আহত সুবিতা চাকমা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কাপ্তাই রেঞ্জের বন কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, নিহতের পরিবারকে বনবিভাগের পক্ষ থেকে ৩ লাখ টাকা, আহতকে ১ লাখ টাকা ও ক্ষতিগ্রস্ত দুই সিএনজির মালিককে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হবে।
বিডি-প্রতিদিন/আশফাক