বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালসের ছাঁটাই হওয়া শ্রমিকরা। দুই দফা দাবিতে গতকাল দুপুর ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সড়ক অবরোধ করেন তারা। এতে ঢাকা থেকে এবং ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বরগুনা, পটুয়াখালী, কুয়াকাটা, ঝালকাঠি ও পিরোজপুরের যাত্রীবাহীসহ সব ধরনের কয়েক শ যানবাহন চলাচল বন্ধ ছিল। দুই পাশে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শুরুতে পুলিশ সদস্যরা মহাসড়ক অবরোধে শ্রমিকদের বাধা দিতে চাইলেও বিক্ষোভের মুখে তারা সরে গিয়ে সড়কের একপাশে অবস্থান নেয়। তাদের দুই দফা দাবি হলো- অন্যায় ও বেআইনিভাবে অপসো স্যালাইন ফার্মা থেকে ৫ শতাধিক শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাতিল এবং অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার দিতে হবে।
শ্রমিকদের কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নিয়েছেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তীসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতারা।
শ্রমিক মো. মিজানুর রহমান জানিয়েছেন, ১৭ দিন ধরে তারা আন্দোলন করছেন। বরিশাল জেলা প্রশাসন এবং শ্রম অধিদপ্তরের উদ্যোগে আমাদের দাবির বিষয় নিয়ে বৈঠক হয়েছে। কিন্তু অপসোনিন ফার্মা কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিচ্ছে না। ছাঁটাইদের পুনর্বহালের আগ পর্যন্ত সংগ্রাম চলবে বলে জানিয়েছেন তিনি। বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তী বলেন, বরিশালে নতুন জেলা প্রশাসক এসেছেন। তিনি আগামীকাল ডেকেছেন। তাই সড়ক অবরোধ থেকে সরে এসেছেন শ্রমিকরা। জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।