বরিশালের উজিরপুরে গরু চোরদের ধরতে গিয়ে পিকআপ ভ্যান চাপায় শ্রমিক দল নেতা মারা গেছেন। আহত হয়েছেন আরও দুজন। গতকাল ভোরে উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের নতুন শিকারপুরে এ ঘটনা ঘটে।
মৃত সাগর মোল্লা (২৪) উজিরপুরের সাকরাল এলাকার জাহাঙ্গীর মোল্লার ছেলে। তিনি বরাকোঠা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সহসভাপতি। আহতরা হলেন একই এলাকার নাঈম হাওলাদার ও কাওছার হাওলাদার। স্থানীয়রা জানান, সাকরালের আনিছ হাওলাদারের খামার থেকে বেশ কয়েকটি গরু চুরি করে পিকআপ ভ্যানে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল একদল চোর। স্থানীয়রা টের পেলে চোরেরা একটি গরু নিয়ে পালিয়ে যায়। তখন মোটরসাইকেল নিয়ে পিকআপের পিছু নেন শ্রমিক দল নেতা সাগরসহ তিনজন। নতুন শিকারপুর পৌঁছালে পিকআপটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। উজিরপুর মডেল থানার ওসি আবদুস সালাম জানিয়েছেন, এ ঘটনায় গরুর মালিকের ছেলে বাদী হয়ে মামলা করেছেন।