বিমানে ব্যবহৃত জ্বালানি তেল বা জেট ফুয়েলের দাম বেড়েছে। অক্টোবরের জন্য দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারে ৯৬ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৯৯ টাকা ২৯ পয়সা করা হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার ০.৬৩৩৩ থেকে বাড়িয়ে ০.৬৫৪৫ ডলার নির্ধারণ করা হয়েছে। গতকাল নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে সেপ্টেম্বরে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৯ টাকা ৬৬ পয়সা থেকে কমিয়ে ৯৬ টাকা ৯ পয়সা করা হয়। এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার ০.৬৫০২ থেকে কমিয়ে ০.৬৩৩৩ ডলার নির্ধারণ করা হয়। আজ থেকে নতুন এ দাম কার্যকর হবে।