চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে উত্ত্যক্ত করা নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে। এতে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রবিউল হাসান আহত হন। তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল, পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাংলা বিভাগের স্নাতকোত্তরের এক ছাত্র দীর্ঘদিন ধরে এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। মঙ্গলবার রাতেও একই ঘটনা ঘটলে ওই ছাত্রীর সঙ্গে থাকা এক বন্ধু প্রতিবাদ করেন। এ সময় উত্ত্যক্তকারীর সঙ্গে তার হাতাহাতি হয়। পরে উভয় পক্ষের আরও কয়েকজন সেখানে এসে মারামারিতে জড়িয়ে পড়েন।
আহত রবিউল হাসান জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করছিলেন। তখন তাকে লক্ষ্য করে হামলা করা হয়। এতে তার নাক-মুখে আঘাত লাগে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুই পক্ষকে গতকাল দুপুর ২টায় প্রক্টর কার্যালয়ে ডাকা হয়েছিল, কিন্তু তারা আসেননি। আজ আবার ডাকা হয়েছে। তিনি আরও বলেন, আহত শিক্ষার্থীর অবস্থা এখন স্থিতিশীল। নাক দিয়ে রক্তক্ষরণ হওয়ায় সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন।