ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কর্মকর্তা ও ভোট কেন্দ্র মনিটরিংয়ে থাকবে বিশেষ টিম। এ টিম ভোটের সামগ্রিক পরিস্থিতি নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করবে। ৩০ অক্টোবরের মধ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল চূড়ান্ত করবে কমিশন। কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানিয়েছে, বর্তমানে ভোট গ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুতের কাজ চলছে। ৩০ অক্টোবরের মধ্যে এ কার্যক্রম চূড়ান্ত করা হবে। পাশাপাশি একটি পৃথক প্যানেলও তৈরি করা হচ্ছে। এ প্যানেলে নিয়োজিত লোকবল দিয়ে ভোটের দিন রিটার্নিং কর্মকর্তা ও ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করা হবে। স্কুল, কলেজ, মাদরাসা, ব্যাংক, বিমাসহ অন্যান্য প্রতিষ্ঠানে লোকবল নিয়ে প্যানেল তৈরির কাজ চলছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিতে চায় ইসি। এজন্য সব কার্যক্রম গুছিয়ে নিচ্ছে সংস্থাটি।
কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের বিষয়ে সম্প্রতি এক সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, গত তিনটি নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন তাদের নিয়ে সবাই তো সন্দেহ পোষণ করে। তবে ভালো খারাপ তো সবখানেই আছে।