জাতিসংঘের রোহিঙ্গাবিষয়ক আসন্ন সম্মেলনের আগে নিজেদের বার্তা ও উদ্বেগ আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে কক্সবাজারের উখিয়ার ক্যাম্প-১৩-এ এক শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ক্যাম্পের ফুটবল মাঠে এ সমাবেশে হাজারো রোহিঙ্গা শরণার্থী উপস্থিত ছিল। সমাবেশে বক্তারা উদ্বাস্তু জীবনের টেকসই সমাধান চান। ক্যাম্প-১ পশ্চিমসহ উখিয়ার একাধিক ক্যাম্প থেকে কমিউনিটি নেতা ও সাধারণ সদস্যরা সমাবেশে যোগ দেন। নবগঠিত রোহিঙ্গা কমিটির সৈয়দ উল্লাহ, মাস্টার জাহাঙ্গীর এবং মহিলা নেত্রী সানজিদা বেগম বক্তৃতা করেন। বক্তারা বলেন, ‘আমরা শান্তিপ্রিয় মানুষ। কিন্তু নিরাপত্তাহীনতা ও অধিকারহীন জীবনযাপন করতে করতে আমরা ক্লান্ত। জাতিসংঘের কাছে আমাদের একটাই আহ্বান-একটি টেকসই সমাধান। আমাদের শিশুদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে। শিক্ষা ও সুযোগ-সুবিধা না থাকলে একটি প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। নারী ও শিশুদের জন্য ক্যাম্পের পরিস্থিতি খুবই নাজুক। তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যের নিশ্চয়তা না দিলে মানবিক বিপর্যয় আরও গভীর হবে।’
নেতারা আরও উল্লেখ করেন, এই শান্তিপূর্ণ সমাবেশ রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ অবস্থান ও আন্তর্জাতিক মহলের কাছে অভিন্ন বার্তা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গাদের এই উদ্বেগ ও দাবিগুলো যথাযথ গুরুত্বের সঙ্গে আলোচিত হবে।