নেপালে আকিজ বোর্ড ও আকিজ ডোরের বিজনেস কনফারেন্স
দেশের বোর্ড ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো সফলভাবে আন্তর্জাতিক বিজনেস কনফারেন্সের আয়োজন করেছে আকিজ বশির গ্রুপের শীর্ষ দুই ব্র্যান্ড আকিজ বোর্ড এবং আকিজ ডোর। এতে তিনটি পণ্য উন্মোচন করা হয়েছে। সম্প্রতি নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি হোটেলে অনুষ্ঠিত হয় ‘ইভলভ বিয়ন্ড বিজনেস কনফারেন্স ২০২৫’। এই আয়োজনে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স ডিরেক্টর মোহাম্মদ জাহিদ হোসেন, হেড অব সেলস মো. নজরুল ইসলাম, হেড অব প্রোডাকশন শেখ জাকারিয়াসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবারের কনফারেন্সের অন্যতম আকর্ষণ ছিল তিনটি নতুন পণ্য সিনক্রো, ফাইবারসেম ও আল্টিম্যাটের উন্মোচন। এই তিনটি নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে আকিজ বোর্ড আবার তাদের ডিজাইননির্ভর ও প্রযুক্তিনির্ভর সারফেস সলিউশনসে নেতৃত্বের অবস্থান প্রমাণ করেছে। প্রায় ৩৭০ জন ডিলার, ব্যবসায়িক সহযোগী ও দেশের বিভিন্ন প্রান্তে বিস্তৃত প্রতিনিধিরা একসঙ্গে এই সম্মেলনে অংশগ্রহণ করেন; যা পরিণত হয় ঐক্য, প্রেরণা ও আনন্দের এক মহোৎসবে। কৌশলগত আলোচনা, ব্যবসায়িক দিকনির্দেশনা এবং সংস্কৃতি অন্বেষণের মেলবন্ধনে এই আয়োজন শুধু একটি কনফারেন্স নয়, বরং হয়ে ওঠে স্মরণীয় এক অভিজ্ঞতা। -বিজ্ঞপ্তি

ইসলামী ব্যাংকে ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক টাওয়ারে সম্প্রতি অনুষ্ঠিত ব্যবসায় পর্যালোচনা সভায় বক্তব্য দেন প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খাঁনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন এএমডি মো. আলতাফ হুসাইন প্রমুখ। এ ছাড়া এএমডি মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীমসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

উদ্দীপনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপনের ৪১তম বিশেষ সাধারণ সভা সংগঠনের প্রধান কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় মো. শহীদুল্লাহ খাঁনকে সভাপতি করে ২০২৫-২০২৮ মেয়াদের জন্য আট সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করা হয়। সভায় উপস্থিত ২৩ জন সাধারণ পর্ষদ সদস্যের সর্বসম্মতিতে এই নতুন পর্ষদ গঠন করা হয়। -বিজ্ঞপ্তি

এমআইএসটিতে পূবালী ব্যাংকের আর্থিক সহায়তা
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প এমআইএসটি মাভিরভের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে পূবালী ব্যাংক। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ক্যাপ্টেন দিদারুল ইসলামের কাছে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউনিকো হসপিটালে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ পালন
কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ পালন করেছে ইউনিকো হাসপাতাল পিএলসি। ঢাকার গ্রিন রোডে হাসপাতাল প্রাঙ্গণে রিকশাভ্যান চালক, সিএনজি চালক, গাড়িচালকদের জন্যে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা এবং ডক্টর কনসালটেশন সেবা দেওয়া হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন ইন্টারনাল মেডিসিন কনসালট্যান্ট ডক্টর রজানা রউফ। উপস্থিত ছিলেন হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার আর্দ্রা কুড়িয়েন এবং মেডিকেল সার্ভিসেসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক ও কর্মকর্তাগণ। -বিজ্ঞপ্তি