বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর বলেছেন, দীর্ঘ সতের বছর মানুষ ভোট দিতে পারেনি। দেশের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। এ সময় মানিকগঞ্জ-১ আসনে দ্রুত প্রার্থী ঘোষণার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দেশকে সমৃদ্ধ করতে হলে ধানের শীষের কোনো বিকল্প নেই। সকলে মিলে ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে এবং সকলের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।
শুক্রবার রাতে জেলার ঘিওর উপজেলার উলাইল ইউনিয়নের আমডালা বাজারে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল