কুষ্টিয়া শহরের জিকে কলোনিতে চোর সন্দেহে সুরমান খাঁ (৪৩) নামে এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সুরমান খাঁ একই কলোনির বাসিন্দা।
এলাকাবাসী জানান, সুরমানকে মঙ্গলবার রাত ১টার দিকে তুলে নিয়ে যায় কলোনির হালিম বিক্রেতা হাকিমের লোকজন। এরপর বুধবার সন্ধ্যা পর্যন্ত হাকিমের বাড়িতে আটকে মারধর করা হয়। বুধবার সন্ধ্যা থেকে তাকে আর হাকিমের বাড়ি পাওয়া যায়নি।
নিহতের ভাতিজা সজল বলেন, চুরির অভিযোগে আমার চাচা সুরমানকে পিটিয়ে হত্যা করেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন বলেন, গতকাল সকাল ৭টার দিকে গলায় রশি দিয়ে ঝুলানো অবস্থায় ওই কলোনির মোতালেবের বাড়ি থেকে সুরমানের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত হাকিম, তার স্ত্রী ও মেয়েকে বাড়ি থেকে আটক করা হয়েছে। হাকিমের লোকজন সুরমানকে মারধর করেছে, এ ঘটনা এলাকার সবাই দেখেছে। দ্রুত হত্যায় অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এ সময় তিনি নিহতের স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন।