মে, ২০২৪ থেকে এপ্রিল, ২০২৫ পর্যন্ত লন্ডনে সহিংস অপরাধ ৩ ভাগ কমলেও ২ ভাগ বেড়ে গেছে ছুরি হামলা। টাওয়ার হ্যামলেটসে জুনের রেকর্ড অনুযায়ী, ৩ হাজার ৩৪৩টি ছুরি হামলার ঘটনা ঘটেছে, যা পূর্ব লন্ডনের মধ্যে সর্বোচ্চ। এর সঙ্গে চুরি, সহিংসতা, মাদক অপরাধও উল্লেখযোগ্য হারে বেড়েছে।
প্রাপ্ত খবর অনুযায়ী, গত এক সপ্তাহে লন্ডনজুড়ে সহিংসতা ও অপরাধের আশঙ্কাজনক উত্থান জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। ছুরি হামলা, গুলি, সড়ক দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডে কেঁপে উঠেছে রাজধানী। ৫ জুলাই ভোরে ভক্সহলে ছুরিকাঘাতে নিহত হন ড্যানিয়েল ম্যানুয়েল নামে এক ব্যক্তি। এ ঘটনায় পুলিশ আবদুল করিম ফাওয়াজসহ দুজনকে গ্রেপ্তার করে। এরপর ৬ জুলাই রাতে চিংফোর্ডে ২৬ বছর বয়সি এক যুবক ছুরিকাহত হয়ে প্রাণ হারান। একই দিন এরিথে দুই নারী ছুরিকাঘাতে আহত হন; ১৬ বছর বয়সি এক কিশোরীকে গ্রেপ্তার করে পুলিশ। ৭ জুলাই হিলিংডনে তিন যুবক ছুরিকাহত হন, নিসডেনে গুলিবিদ্ধ হন ৩০ বছর বয়সি এক ব্যক্তি এবং উইলসডেনে দোকানে এক ব্যক্তিকে মুখে ছুরি মেরে আহত করা হয়।