বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘ফেনীসহ যেসব জেলায় বন্যার কারণে মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে, সেই সব মানুষের এ বিপদে প্রিয় দলীয় সহকর্মীবৃন্দ, আপনারা আন্তরিকভাবে পাশে থাকুন।’ দেশবাসী ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিপদে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। তিনি বলেন, সরকারকে এ ধরনের বন্যার টেকসই সমাধানের জন্য জরুরি উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। মহান রবের দরবারে দোয়া করি- এ বিপদে আল্লাহ তায়ালা বাংলাদেশের জনগণের ওপর তাঁর রহমত বর্ষণ করুন এবং এ দুর্যোগ দূর করে দিন।
চীনে গেলেন জামায়াত আমির : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সফরে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে জামায়াতের প্রতিনিধিদলকে বিদায় জানাতে ভিআইপি লাউঞ্জে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং দলটির শীর্ষস্থানীয় নেতারা। ১৫ জুলাই তাঁর দেশে ফেরার কথা রয়েছে। চীন সরকারের আমন্ত্রণে তিনি এ সফর করছেন।
এর আগে গত বছরের ২৭ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াত ও শিবিরের ১০ নেতা এবং আরও চারটি ইসলামী দলের চারজনসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফর করে।