বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, অর্থবহ সংস্কার না করে নির্বাচন দিলে আবারও স্বৈরাচার তৈরি হবে। নির্বাচন পদ্ধতি নিয়ে জুলাই বিপ্লবের অংশীজনদের মধ্যে তীব্র বিভেদ সৃষ্টি হয়েছে। সবাই কিছু কিছু ছাড় দিয়ে আংশিক-পিআর পদ্ধতি গ্রহণ করলে তা সবার জন্যই মঙ্গল হবে। এজন্য ফ্যাসিবাদবিরোধী সব দলকে আরও উদার মনোভাব নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। গতকাল সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে যশোর জেলা খেলাফত মজলিস আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাপলা চত্বরে গণহত্যা, পিলখানা হত্যা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার ও খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে এ গণসমাবেশের আয়োজন করা হয়।
মাওলানা মামুনুল হক আরও বলেন, জুলাই বিপ্লবের অন্যতম অংশীজন বাংলাদেশ খেলাফত মজলিস। আমাদের প্রায় সব কেন্দ্রীয় নেতা দীর্ঘ সময় কারাগারে বন্দি ছিলেন। ফ্যাসিবাদী রেজিমের প্রধান শেখ হাসিনা আমাদের ধ্বংস করতে চেয়েছিল। শেখ হাসিনা নিজেই দলবলসহ পালিয়ে গেছে। ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি, হানাহানি করার কারণে যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবার ফেরত আসার সুযোগ পায়, তাহলে দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না। মাওলানা আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মাওলানা আতাউল্লাহ আমীন, শরীফ সাঈদুর রহমান, মাওলানা নিয়ামত উল্লাহ, জহিরুল ইসলাম প্রমুখ।