বকেয়া বেতন ও ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে গাজীপুর জেলার দুইটি পোশাক কারখানার কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। পাশাপাশি শ্রমিকদের সঙ্গে বহিরাগতদের পাল্টাপাল্টি ধাওয়ায় সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-
গাজীপুর : বকেয়া বেতন ও ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে কালিয়াকৈরের মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় বহিরাগতদের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ায় তিনজন আহত হয়েছেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, উপজেলার ভান্নারা এলাকায় ‘দাইয়ু বাংলাদেশ লিমিটেড’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন, ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে দুই দিন ধরে কারখানার ভিতরেই বিক্ষোভ করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় কারখানার শ্রমিকরা গতকাল সকাল ৮টার দিকে কর্মস্থলে আসার পর একই দাবিতে আবারও বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কালিয়াকৈরের মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে প্রায় আড়াই ঘণ্টা পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এসব বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, এ ঘটনার পর পাশর্^বর্তী লিরিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ দুটি কারখানায় রবিবারের জন্য ছুটি ঘোষণা করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা চলে যান। তবে তাদের দাবিদাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। শ্রমিকদের দাবিগুলো নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে।
টঙ্গী : টঙ্গী হোসেন মার্কেট এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড নামের কারখানায় গতকাল সকালে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থালে পৌঁছে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়। এ ব্যাপারে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. ইসমাইল হোসেন বলেন, এ কারখানার শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে কয়েক দিন আগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে ২০ মার্চের মধ্যে বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু শ্রমিকদের বকেয় বেতন না দেওয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হয় ওঠেন। পরে সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে কারখানার সামনে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।