হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ একটি ফ্লাইটে কক্সবাজার থেকে আসা এক যাত্রীর পেটের ভিতর ইয়াবা পাওয়া গেছে। ওই যাত্রীর নাম হোছন আহমদ। তার কাছ থেকে ২ হাজার ৮২০ পিস ইয়াবা উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পেশাদার মাদক কারবারি হিসেবে পরিচিত এই ব্যক্তি পেটের ভিতরে ইয়াবা বহনের অভিনব ও ঝুঁকিপূর্ণ পদ্ধতি অবলম্বন করেন। গতকাল এসব তথ্য জানান এপিবিএন-এর অতিরিক্ত এসপি (অপারেশনস) অনিতা রানী সূত্রধর। তিনি বলেন, শুক্রবার ওই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে (বিএস-১৫২) কক্সবাজার থেকে ঢাকায় আসেন। পরে সন্দেহভাজন হিসেবে তাকে বিমানবন্দরের বলাকা ভবনের উত্তর পার্শ্ব এলাকা থেকে আটক করা হয়। প্রাথমিকভাবে ইয়াবা থাকার কথা অস্বীকার করলেও একপর্যায়ে তিনি স্বীকার করেন, পাকস্থলীর ভিতরে কৌশলে ইয়াবা বহন করছেন। দ্রুত তাকে বিমানবন্দরে কর্তব্যরত চিকিৎসকের কাছে নেওয়া হয় এবং এক্স-রে পরীক্ষার মাধ্যমে তার পেটে প্রায় ৩০টি বস্তু শনাক্ত হয়।
পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে ধীরে ধীরে তার পায়ুপথ দিয়ে প্রাকৃতিকভাবে ৩০টি পোটলা বের করা হয়, যা ছিল বিশেষ স্কচটেপে মোড়ানো। প্রত্যেকটি পোটলা খুলে মোট ২ হাজার ৮২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এই ট্যাবলেটগুলো কক্সবাজার অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে কয়েকটি মামলার তথ্য পাওয়া গেছে। এপিবিএন-এর কর্মকর্তা অনিতা আরও বলেন, গত কয়েক সপ্তাহে আমাদের একাধিক অভিযানে পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে, যাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৬ হাজারেরও বেশি ইয়াবা ট্যাবলেট।