দি ইকোনমিক টাইমস, ইন্ডিয়া টুডে এবং অন্য কিছু ভারতীয় সংবাদমাধ্যমে সাম্প্রতিক বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থান বা অস্থিতিশীলতার অভিযোগ তুলে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে সরকার। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে গণমাধ্যমগুলোর এমন ভিত্তিহীন প্রতিবেদন প্রচারকে চরম দায়িত্বজ্ঞানহীনতা বলে অভিহিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ একটি স্থিতিশীল গণতান্ত্রিক দেশ। এখানে শক্তিশালী প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে সশস্ত্র বাহিনী অন্যতম, যারা জাতীয় স্বার্থ রক্ষার পাশাপাশি জনগণ এবং সংবিধান রক্ষার জন্য পেশাদারির সঙ্গে কাজ করে চলেছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে নিয়ে চাঞ্চল্যকর প্রতিবেদনগুলো সম্পূর্ণরূপে তথ্যপ্রমাণবিহীন এবং একটি এজেন্ডা দ্বারা চালিত বলে প্রতীয়মান হয়। এমন আচরণ আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার চেতনা ক্ষতিগ্রস্ত করে। একই সঙ্গে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর প্রতি শ্রদ্ধা মারাত্মকভাবে হ্রাস করে এবং প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতাও নষ্ট করে। সংবাদমাধ্যমগুলোকে এ ধরনের গল্প প্রত্যাহার, স্পষ্টীকরণ জারি এবং দায়িত্বশীল প্রতিবেদনে পুনর্নিবেদনের আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।