২০২৫ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য (স্যাটেলাইট চ্যানেল SSAD.TV তে প্রচারিত) আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে হাফেজ রাফি হাসান। সে ঢাকার লালবাগের শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী পরিচালিত মাদরাসা উম্মুল কুরা লি-উলুমিল কোরআন বাংলাদেশের কিতাব বিভাগের ছাত্র।
মুসাবাকাতুস সিফারা আল আলামিয়্যাহ বিকনাতুস ছোয়াদ তথা SSAD.TVতে আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতার সার্কুলার অনুযায়ী বাংলাদেশসহ বাছাইকৃত বিশ্বের দুই হাজারের বেশি প্রতিযোগির মধ্য থেকে অনলাইন পরীক্ষায় নির্বাচিত হয় এবং সেরা বিশে উত্তীর্ণ হয় বাংলাদেশের হাফেজ রাফি হাসান।
সৌদী আরবের এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৬ মার্চ ভোর ৫টার ফ্লাইটে সে বাংলাদেশ ত্যাগ করবে। আগামী ৭ মার্চ সৌদি আরবের জেদ্দায় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সে।
উল্লেখ্য, প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বর্তমান বিশ্বের সর্বোচ্চ ইলমে তাজবীদ বিশেষজ্ঞ হিসেবে খ্যাত ড. শায়েখ আইমান সোয়াইদ হাফিজাহুল্লাহ।
হাফেজ রাফির সাফল্য কামনায় দোয়া চেয়েছেন তার মাদরাসা শিক্ষক ও তার অভিভাবকরা।
বিডি প্রতিদিন/আরাফাত/ইই