ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা এবার জম্মুর কাটরা বৈষ্ণদেবী মেডিকেল কলেজে মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ পাওয়া মুসলিম শিক্ষার্থীদের বাদ দিয়ে হিন্দু শিক্ষার্থীদের ভর্তি করার দাবিতে আন্দোলনে নেমেছেন। তাদের দাবি, নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ৯০ শতাংশ মুসলিম এবং তারা কাশ্মীরের বাসিন্দা। বৈষ্ণদেবী মন্দিরের দান করা অর্থ দিয়ে যে প্রতিষ্ঠানটি তৈরি হয়েছে, সেখানে মুসলিম সম্প্রদায়ের আধিপত্য থাকা উচিত নয়। তাই হিন্দু শিক্ষার্থীদের জন্য আসন সংরক্ষিত রাখতে হবে।
উগ্র হিন্দুত্ববাদী ভিএইচপি ও বজরং দল কাটরা ইনস্টিটিউটের বাইরে গত বৃহস্পতিবার থেকে বিক্ষোভ করে চলেছে। এ সময় তারা বৈষ্ণদেবী মন্দির বোর্ডের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তার কুশপুতুল দাহ করেছে। জানা গেছে, জম্মু ও কাশ্মীর বোর্ড অব প্রফেশনাল এন্ট্রান্স এক্সামিনেশনস (জেকেবিওপিইই) বৈষ্ণদেবী মেডিকেল ইনস্টিটিউটের জন্য ৫০ জন প্রার্থীর একটি তালিকা প্রকাশের পরই বিক্ষোভ শুরু হয়ে। নির্বাচিত ৫০ জন প্রার্থীর মধ্যে ৪২ জন কাশ্মীরের এবং আটজন জম্মুর। কাশ্মীর থেকে এরই মধ্যে ৩৬ এবং জম্মু থেকে তিনজন ভর্তি হয়েছেন। বোর্ড সূত্র জানিয়েছে, ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের (এনএমসি) নির্দেশিকা অনুযায়ী ভর্তি প্রক্রিয়া হয়েছে এবং এটি সম্পূর্ণ বৈধ।
এই নির্দেশিকা অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের ১৩টি মেডিকেল কলেজের ১ হাজার ৬৮৫টি আসনে এনইইটির তালিকার ভিত্তিতে ভর্তি করতে হবে। ৮৫ শতাংশ আসন কেন্দ্রশাসিত অঞ্চলের স্থায়ী বাসিন্দাদের জন্য সংরক্ষিত থাকবে এবং ১৫ শতাংশ আসন দেশের বাকি অংশের প্রার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এদিকে গতকালও হিন্দুত্ববাদী বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ মুসলিম শিক্ষার্থীদের বাদ দিয়ে হিন্দু শিক্ষার্থীদের ভর্তির দাবিতে বিক্ষোভ করেছে। এ নিয়ে কলেজটিতে উত্তেজনা বেড়ে চলেছে।