ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনের অধিকারকে সমর্থন জানিয়েছে পাকিস্তান। রবিবার ইসলামাবাদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু শক্তি অর্জনের পূর্ণ অধিকার রয়েছে এবং ইসলামাবাদ এ বিষয়ে তেহরানের পাশে আছে। দুই দিনের সরকারি সফরে পাকিস্তানে অবস্থানরত প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে দুই দেশ একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। পাশাপাশি বার্ষিক দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গাজায় ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেন, ফিলিস্তিনিদের প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থনের প্রশংসা করি। -আল-জাজিরা